Main Menu

সদর উপজেলা পরিষদের বাজেট ঘোষনা

+100%-


ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের ২০১৪-২০১৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষনা করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে  প্রস্তাবিত বাজেট ঘোষনা করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম।
প্রস্তাবিত বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে  ৯ কোটি ৪২ লাখ ১৪ হাজার ৮শত ৯৬ টাকা। সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে  ৬ কোটি ৪০ লাখ ৬৯ হাজার ১শত ৬ টাকা। উদৃত বাজেট ধরা হয়েছে ৩ কোটি ৬৭ লাখ ৪৬ হাজার ৩শত ৪২টাকা।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ, চট্টগ্রামের পরিচালক (যুগ্ম সচিব) শংকর রঞ্জন সাহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন  স্থানীয় সরকার বিভাগের উপজেলা গর্ভন্যান্স প্রজেক্টের বিভাগীয় ফ্যাসিলিটেটর আনোয়ার পাশা।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর উপজেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা ডঃ আশরাফুল আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী মোঃ মহসিন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সাধারন সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, সাবেক উপজেলা চেয়ারম্যান বশির উল্লাহ জরু, ইউপি চেয়ারম্যান নূরুল আলম হাসান, মশিউর রহমান, তাজুল ইসলাম, জায়েদুল করিম কালাম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোরায়রা, উপজেলা সমবায় অফিসার আলমগীর হোসেন, নারী নেত্রী নাসিমা চৌধুরী, ইউপি সদস্যা  সালেহা বেগম প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার সকল বিভাগীয় কর্মকর্তাগন, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।






Shares