জেলা বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
দেশে সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক প্রণিত বিচারপতিদের অভিশংসনের জন্য সুপ্রীম জুডিসিয়াল কাউন্সিল পদ্ধতি বাতিল করে বিচার বিভাগকে রাজনৈতিকভাবে ব্যবহার করার জন্য বর্তমান সরকার কর্তৃক বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে দেওয়ার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের উদ্যোগে বিকাল ৪টায় শহরের রেলগেইট চত্বর থেকে এক বিশাল প্রতিবাদ বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে এসে এক বিশাল বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। উক্ত বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশে জেলা বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব মোঃ জহিরুল হক খোকন, যুগ্ম আহবায়ক এডঃ সফিকুল ইসলাম, হাজী মোঃ জাহাঙ্গীর, এডঃ গোলাম সারোয়ার খোকন, হাজী সিরাজুল ইসলাম, যুবদলের আহবায়ক মনির হোসেন, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ প্রমুখ। এছাড়াও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আজিমের পরিচালনায় উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন মোবারক মুন্সী, রফিকুল হক, এবিএম মমিনুল হক, নজির আহমেদ, ভিপি শামীম, এডঃ কানন, জসিম উদ্দিন রিপন, এডঃ আলী আজম চৌধুরী, মোঃ মাহিন, আল আমিন লিটন, শেখ মোঃ সাদীর, এডঃ ইসমত আরা সুলতানা, খুশপিয়ারা, শামীমা বাছির স্মৃতি, মোঃ লোকমান হোসেন, এডঃ আব্দুর রহিম গোলাপ, বুলবুল আহমেদ মুসা, শেখ মোঃ হাফিজ, সানি, সোয়েব ও মাসুদ মোল্লা প্রমুখ নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার এদেশে একদলীয় বাকশাল কায়েম করার লক্ষ্যে এবং বিচার বিভাগকে রাজনৈতিকভাবে ব্যবহার করার হীন উদ্দেশ্যে বর্তমান অবৈধ সংসদ কর্তৃক বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে দিয়ে যে ন্যাক্কারজনক ইতিহাস সৃষ্টি করেছেন এদেশে গণতন্ত্র ও মুক্তিকামী মানুষ সরকারের এই হীন অপচেষ্টাকে বাস্তবায়ন করতে দেবে না। ভবিষ্যতে দুর্বার গণআন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করতে বাধ্য করবে।