Main Menu

ভারত-বাংলাদেশ একসাথে উন্নয়নের পথে এগিয়ে যাবে– পবিত্র কর

+100%-


ভারত-বাংলাদেশ সম্পর্ক আরো সুদৃঢ় করতে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। আমরা চাই ভারত-বাংলাদেশ একসাথে উন্নয়নের পথে এগিয়ে যাবে। বাংলাদেশ এখন যেভাবে উন্নয়নের পথে এগিয়ে চলছে তা অব্যাহত রাখতে হবে। দুটি দেশের মধ্যেকার সুসম্পর্ককে আরো জোরদার করতে হবে। রোববার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছে এক সামাজিক অনুষ্ঠানে ভারতের ত্রিপুরা রাজ্যের বিধান সভার ডেপুটি স্পীকার, সাবেক বাণিজ্য মন্ত্রী সরাইলের কৃতি সন্তান পবিত্র কর উপরোক্ত কথাগুলো বলেছেন।
উপজেলার কালিকচ্ছের সন্তান ভারতের পশ্চিম বাংলার বিশিষ্ট সিপিএম নেতা ও লোকসভার সাবেক সদস্য অমিতাভ নন্দীর মহাপ্রয়াণে আয়োজিত শোকসভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন। বিকেলে কালিকচ্ছ গ্রামে স্থানীয় সাংসদ জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জিয়াউল হক মৃধার সভাপতিত্বে ও সংস্কৃতিকর্মী নাজমা বেগমের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন ভারতের সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য রমা দাস, সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা এমরান হোসেন,আওয়ামীলীগ নেতা সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান,কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান তকদির হোসেন, সাবেক চেয়ারম্যান আবু মুছা মৃধা,জাতীয় পার্টির নেতা ফজলুল হক মৃধা, তৌহিদুল ইসলাম,আওয়ামীলীগ নেতা আবু আহমেদ মৃধা,শিক্ষাবীদ প্রমথ নাথ চক্রবর্তী। এসময় পবিত্র কর বলেন,আমরা গর্বিত যে কালিকচ্ছে জন্মেছিলোম। এখানে ভারতবর্ষের বিখ্যাত অনেক ব্যক্তিত্বের জন্ম হয়েছে। অমিতাভ নন্দীর মৃত্যুতে আমরা আমাদের প্রিয় একজন বিখ্যাত মানুষকে হারিয়েছি। এর আগে তিনি দুপুরে সরাইল পৌঁছালে স্থানীয় সাংসদ অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১২ ব্যাটালিয়নের কমান্ডার লে.কর্ণেল সালাউদ্দিন,উপজেলা নির্বাহী কর্মকর্তা এমরান হোসেন, থানার ওসি মো. আলী আরশাদ তাকে স্বাগত জানান। তিনি সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়,বিজিবির ১২ ব্যাটালিয়ন,আকাশী হাওর এলাকা, তিতাস নদী পরিদর্শন করেন। তিনি শনিবার দুপুরে সাত দিনের ব্যক্তিগত সফরে বাংলাদেশে আসলে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড.মুহাম্মদ মোশাররফ হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম তাকে স্বাগত জানান।






Shares