আজ নাসিরনগর বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন
রবিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত উপ-নির্বাচনে আটজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছে। তাদের মাঝে আওয়ামীলীগ সমর্তিত মোঃ মোজাম্মেল হক (জুরান)(দোয়াত কলম),এ জে এম ইমাম রাজা(মাইক),মোঃ ইদ্রিছ আলী (উড়োজাহাজ),মোঃ আব্দুল আজিজ (ফরছু)(কাপ পিরিছ),উপজেলা চেয়ারম্যানের ছোট ভাই এ টি এম মোজাম্মেল সরকার(মুকুল) (মোটর সাইকেল), মোঃ ইকবাল হোসেন( আনারস) এবং বিএনপি সমর্তিত মোঃ বিল্লাল চৌধুরী (তালা) ও মোঃ সায়েমুল হক (চশমা) প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছে। সরজমিন এলাকায় ঘুরে সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে মোজাম্মেল জুরান(দোয়াত কলম) প্রতীক শীর্ষে রয়েছে। সকাল ৮টা হইতে বিকাল ৫টা পর্যন্ত এক টানা ভোট গ্রহণ চলবে। উপজেলা চেয়ারম্যান এ টি এম মনিরুজ্জামান সরকার তার ছোট ভাইয়ের পক্ষে নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলে প্রার্থীদের লিখিত ও মৌখিক অভিযোগও রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। এ বিষয়ে রিটার্নিং অফিসার মুন্সী মোতায়েল আহমেদ এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান নির্বাচনের দিন উপজেলা চেয়ারম্যান তার নিজের ভোট প্রদান করে নির্দিষ্ট সময় অফিস করার নির্দেশনা রয়েছে। তিনি আরো জানান নির্বাচনের দিন নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ আইন শৃঙ্খলা বাহিনী সতর্কাবস্থানে রয়েছেন। নির্বাচনে কোনরূপ ভোট জালিয়াতি এবং জবর দখলের সম্বাবনা নেই। উপজেলা পরিষদ নির্বাচনে উক্ত ইউনিয়নের চেয়ারম্যান এ টি এম মনিরুজ্জামান সরকার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শূন্য আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।