Main Menu

কসবায় চলন্ত অবস্থায় সুবর্ণ এক্সপ্রেস বিচ্ছিন্ন

+100%-


ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন হয়ে গেছে আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেন। গত সোমবার সন্ধ্যায় কসবা ও মন্দভাগ স্টেশনের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহত না হলেও প্রায় সোয়া ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।   
এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে জংশনের কেবিন মাস্টার মোঃ জসিম উদ্দিন জানান, সুবর্ণ এক্সপ্রেস নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে সন্ধ্যা পাঁচটা ৪০ মিনিটে আখাউড়া রেলওয়ে জংশন অতিক্রম করে। তিনি বলেন, ট্রেনটিতে ১৮টি বগী ছিল। সন্ধ্যা ছয়টা ১০ মিনিটে ট্রেনটি কসবা রেলওয়ে স্টেশন পার হওয়ার পর পিছনের দিকের দু’টি বগি ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
দুর্ঘটনার পর ঢাকাগামী মহানগর গোধূলি ট্রেন কুমিল্লা স্টেশনে আটকা পড়ে। মেরামত শেষে ট্রেনটি সাতটা ২০ মিনিটে আবার চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে।
এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুরুল আমিন জানান, দুর্ঘটনার কারণে ট্রেনটি নির্জন এলাকায় আটকে থাকে। তবে যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হয়নি।






Shares