বিএনপির আন্দোলনের মরাগাঙে কখনো জোয়ার আসবেও না…….যোগাযোগ মন্ত্রী
নি
জস্ব প্রতিবেদক::যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপি একের পর এক আন্দোলনে হুমকি দিচ্ছে। কে কতদিন ক্ষমতায় থাকবে সেটা নির্ধারণ করবে আল্লাহ। আর এ দেশের জনগন। রোজার ঈদের পর আন্দোলনের হুমধি ধামকি দিয়েছিল বিএনপি। আগামী ঈদে ও আর হয়তো এ রকম আরো হুমকি ধামকি দেবে। গত পাঁচ বছরে ১০টি ঈদে আন্দোলনের হুমকি ধামকি দিয়েছিল তারা। বিএনপির আন্দোলনে মরাগাঙে কখনো জোয়ার আসেনি ও আসবে ও না। বিএনপি জনগন কে প্রস্তুত না করে যদি আন্দোলনে যায় তাহলে নির্বাচনে যে ভূল করেছে। এই মূহুর্তে আন্দোলনে গিয়ে তারা একই ভূল করবে। তিনি রোববার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার কুমিল্লা-সিলেট মহাসড়কের তন্তর এলাকায় ব্রাহ্মণবাড়িয়া অংশের ৪২ কিলোমিটার এলাকার খানাখন্দ আকস্মিক পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। এসময় মন্ত্রীর সাথে ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড.মুহাম্মদ মোশাররফ হোসেন,ভারপ্রাপ্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম,সহ জেলা সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে মন্ত্রীর আসার সংবাদ পেয়ে তরিগড়ি করে রাস্তা সংস্কারের উদ্যোগ নেয় সড়ক বিভাগ। কর্তব্যে অবহেলার জন্য কুমিল্লা জোনের নির্বাহী প্রকৌশলী ও সহকারী সেকশন অফিসারকে শোকজ করার নির্দেশ দিয়েছেন। কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের ভাঙ্গা অংশগুলো সাতদিনের মধ্যে মেরামতের জন্য সংশ্লিষ্টদেরকে নির্দেশ দিয়েছেন মন্ত্রী।