Main Menu

আশুগঞ্জে হয়ে ৫ হাজার মেট্রিক টন চাল ত্রিপুরায় পৌছবে ৭ আগষ্ট

+100%-

ডেস্ক ২৪:: বাংলাদেশের ভিতর দিয়ে ‌৫ হাজার মেট্রিক টন চাল ত্রিপুরায় নিয়ে যাচ্ছে ফুড কর্পোরেশন অব ইন্ডিয়া (এফসিআই)। ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে এসব চাল রপ্তানি করা হচ্ছে ত্রিপুরায়।

ভারতীয় দৈনিক আজকাল জানিয়েছে, এই চাল বর্তমানে বাংলাদেশের আশুগঞ্জ বন্দরে মজুদ করা আছে। গত শুক্রবার হায়দ্রাবাদ থেকে নৌপথে এ চাল আশুগঞ্জ নদীবন্দরে পৌঁছায়। ঈদুল ফিতরের ছুটির পরপরই এ চাল পরিবহন শুরু হবে।

চারদিন ছুটির পর আগামী শনিবার আশুগঞ্জ বন্দরের কার্যক্রম শুরুর কথা রয়েছে। আশুগঞ্জ থেকে ভারতীয় সরকারি খাদ্যশস্য মজুদ সংস্থা এফসিআই এ চাল নিয়ে যাবে।

বাংলাদেশের পরিবহনসংস্থাগুলো এই চাল আখাউড়া চেকপোস্টে পৌঁছে দিবে।‌ এরপর বাংলাদেশি ট্রাকগুলো ত্রিপুরার নন্দননগরে চাল নিয়ে যেতে পারে। তবে এ ব্যাপারে উভয় পক্ষের মধ্যে এখনও আলোচনা চলছে। অন্যথায় ভারতীয় ট্রাক আখাউড়া থেকে চাল ত্রিপুরায় পরিবহন করবে। চাল খালাস করেই বাংলাদেশি ট্রাকগুলো ফেরত আসবে।

প্রসঙ্গত, গত জুনে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের ঢাকা সফরকালে বাংলাদেশ হয়ে ত্রিপুরায় কোনো প্রকার চার্জ ছাড়াই ১০ হাজার মেট্রিক চাল পরিবহনের অনুমতি পায় ভারত।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ত্রিপুরার সহায়তা কথা ভেবে সরকার এ অনুমতি দেয়।






Shares