তিতাস নদীতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
প্রতিবেদক : ব্রাহ্মনবাড়িয়া শহরের মেড্ডা শ্মশান ঘাট সংলগ্ন তিতাস নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়া যুবক ইমাদ বিন ইসলাম (৩১) এর লাশ ২০ ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
রোববার সকাল নয়টার দিকে ডুবে যাওয়া এলাকাতেই লাশ ভেসে উঠার পর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করেন।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ওয়ালিউল্লাহ জানান, ঘটনার পর থেকে লাশের সন্ধ্যানে ব্যাপক খোঁজাখুজি করা হয়। কিন্তু আজ সকালে এমনিতেই লাশ ভেসে উঠে। পরে দমকল বাহিনীর সদস্যরা তা উদ্ধার করেন। তবে তার মুখে আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের খালাতো ভাই আদেল করিম জানান, আজ জোহর নামাজের পর জানাযা শেষে কাজীপাড়াস্থ জামে মসজিদ সংলগ্ন গোরস্থানে তার লাশ দাফন করা হবে।
উল্লেখ্য, গত শনিবার দুপুর একটার দিকে শহরের কাজিপাড়ার বাসিন্দা ইমাদ বিন ইসলামসহ তার অন্য চার বন্ধু নদীতে সাঁতার কাটতে নামে। ইমাদ সাঁতার কাটতে কাটতে নদীর মাঝখানে গিয়ে হঠাৎ বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। এসময় অন্য বন্ধুরা নৌকা নিয়ে যাওয়ার আগেই ইমাদ নদীর পানিতে
তলিয়ে যায়। পরে দমকল বাহিনী ও পুলিশ নদীতে অনেক খোঁজাখুজি করেও তার সন্ধ্যান পায়নি।