সরাইলে লক্ষাধিক টাকাসহ ব্যবসায়ি নিখোঁজ
রাহ্মণবাড়িয়ার সরাইলে লক্ষাধিক টাকাসহ এক ব্যবসায়ি ৪দিন ধরে নিখোজ রয়েছে। এ ব্যাপারে নিখোঁজ ব্যবসায়ি পরিবারের পক্ষ থেকে সরাইল থানায় জিডি করা হয়েছে।
জানা যায়, সরাইল উপজেলার রানীদিয়া গ্রামের সাদ্দাম হোসেন (২১)। ঢাকায় ব্যবসায়ি কাজ শেষ করে হানিফ পরিবহনে সরাইল বিশ্বরোড়ে ফেরার পথে বিকাল পযর্ন্ত ফোন চালু থাকলেও পরে আর পাওয়া যায়নি। এদিকে তার পরিবার তাকে অনেক খোঁজাখুজি করে না পাওয়ায় এ বিষয়ে সরাইল থানায় ডাইরী করা হয়েছে। নিখোজ সাদ্দাম হোসেন এর ভাই হেলাল উদ্দিন জানান আমার ভাইয়ের বয়স ২১ বছর, উচ্চতা ৫ফুট ৫ ইঞ্চি, গায়ের রংফর্সা, মুখমন্ডল গোলাকার, মাথার চুল ছোট ও কালো, দাড়ি/গোফ নাই। সে ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক ভাষায় কথা বলে। সন্ধান পেলে সরাইল থানায় যোগাযোগের জন্য তিনি অনুুরোধ জানিয়েছেন।
« আশুগঞ্জে অপরিকল্পিত ভাবে ওয়ারহাউজ নির্মাণ কাজ বন্ধের দাবিতে স্বারকলিপি (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) সরাইলে লক্ষাধিক টাকাসহ ব্যবসায়ি নিখোঁজ »