জেলা পুলিশের ঈদ বস্ত্র বিতরণ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা স্বরূপ ঈদের পোষাক বিতরণ করা হয়েছে। বিকেলে জেলা পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ ঈদবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য ও যোদ্ধাহত মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
প্রধান অতিথির বক্তব্যে উবায়দুল মোকতাদির চৌধুরী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সমালোচনা করে বলেন, যাদেরকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল তারা ভূয়া মুক্তিযোদ্ধা তৈরী করেছেন। বিদেশী বন্ধুদের সম্মাননা দেওয়া ক্রেস্টে স্বর্ণ জালিয়াতির কথা তুলে ধরে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মনিরুজ্জামান-পিপিএম এর সভাপতিত্বে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আল মামুন সরকার সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে ৫০ জন বীর মুক্তিযোদ্ধা এবং ২০ দুস্থ অনাথ শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।