পূর্ব বিরোধের জের, আশুগঞ্জে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ,ভাংচুর লুটপাট, অগ্নিসংযোগ
আল মামুন : পূর্ব বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোহাগপুর গ্রামে শনিবার দুপুরে প্রতিপক্ষের লোকজন নাগর বাড়ির বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্টানে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে। এতে করে নাগর বাড়ির নগদ টাকা সহ প্রায় ৫লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছে ভ’ক্তভোগীরা।
পুলিশ ও নাগরবাড়ির লোকজন অভিযোগ করেন,আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের তত্বাবধানে নির্মানাধীন নতুন বিদ্যূৎ কেন্দ্রে কাজের ভাগভাটোয়ারাকে কেন্দ্র করে নাগরবাড়ি,সিকদারবাড়ি,ছৌধুরীবাড়ি,মালিবাুিড়,কুলিবাড়ির লোকজন গত ১৭ জুলাই বৃহস্পতিবার সকালে আবির বাড়ির বাড়ির ৪টি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাট করে । এরই জের ধরে আজ শনিবার দুপুর ১টায় আবির বাড়ির লোকজন নাগরবাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং ভাংচুর ও লুটপাট করে। খবর পেয়ে আশুগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এঘটনায় সোহাগপুর গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে। আশুগঞ্জ থানার ভারপাপ্ত কর্মকর্তা আবু জাফর বলেন,পুনরায় যেন কোন সংঘর্ষ না হয় সেজন্য বিওসিঘাট ও সোহাগপু গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।