নাসিরনগরে মহিষের গুতোয় কৃষক নিহত
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ক্ষ্যাপা মহিষের গুতোয় এক কৃষক নিহত ও অপর একজন কৃষক আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুতমা গ্রামে। নিহতের নাম নূরুল হক-(৫৫)। তিনি গুতমা গ্রামের আঞ্জব আলীর ছেলে। আহতের নাম জালাল মিয়া-(৫০)।
এলাকাবাসী জানান, সকাল ৮টার দিকে ধানি জমিতে কাজ করার সময় হঠাৎ করে মাধবপুর থেকে আসা একটি ক্ষ্যাপা মহিষ এসে নূরুল হক ও জালাল মিয়াকে শিং দিয়ে গুতো দিলে তারা আহত হয়। পরে মহিষটি পালিয়ে যায়। আশংকাজনক অবস্থায় নূরুল হককে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। আহত জালাল মিয়াকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যাপারে গুনিয়াউক ইউপি চেয়ারম্যান গোলাম সামদানীর সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মহিষটি এখনো ধরা যায়নি।
« স্কুলের চেয়ার টেবিলে ময়লা লেপন, পাঠদান বন্ধ (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) নাসিরনগরে মহিষের গুতোয় কৃষক নিহত »