দল ও মত নির্বিশেষে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য কাজ করেতে হবে
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নরসিংসার গ্রামের আলহাজ্ব নূরুন্নাহার কলেজের দ্বিতল ভবণ নির্মাণ উপলক্ষে এক মতবিনিময় সভা শুক্রবার কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত কলেজের গর্ভনিং বডির সভাপতি ও আজীবন দাতা সদস্য, ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির অন্যতম নেতা, বীর মুক্তিযোদ্ধা জননেতা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। সভায় কলেজের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক, জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব এড. হারুন আল রশিদরে এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি, পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, কলেজের অধক্ষ্য মোঃ ইদ্রিস খান, কলেজের আজীবন দাতা সদস্য মেরিন ইজ্ঞিনিয়ার মোঃ সহিদ লতিফ বাবুল, নাটাই দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ূম। সভায় কলেজের প্রভাষক মোঃ আবুল কালাম আজাদ ও সদর উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ আলী আজম এর পরিচালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সংষ্কৃতি সম্পাদক শাহ আলম সরকার, জেলা যুবলীগের সভাপতি এড. মাহবুবুল আলম খোকন, জেলা কৃষকলীগের সাবেক সভাপতি মোঃ শাহ আলম, সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ হোসেন, সাবেক চেয়ারম্যান কদর মাবুব সিদ্দিকি, এড. আব্দুল হাই, নাজমুল হক, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল আমিন, সাধারণ সম্পাদক এলেম খাঁন, যুবলীগের সভাপতি মনিরুল ইসলাম, কবির হোসেন, আব্দুল কুদ্দুস, জসিম উদ্দিন রানা, মাওলানা আব্দুল বাছির প্রমুখ। সভায় প্রধান অতিথির তার বক্তব্যে বলেন, ভোটের জন্য নয় দেশ ও জনগনের কল্যানের জন্য রাজনীতি করি। প্রধান মন্ত্রীর নির্দেশে মানুষের মঙ্গলের জন্য উন্নয়ন কাজ করি। তিনি বলেন, মানব সভ্যতার মূল ভিত্তি হচ্ছে শিক্ষা। যে জাতি যত বেশী শিক্ষিত সে জাতি তত বেশী উন্নত। তাই সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ত দিয়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। সরকারের পাশাপাশি সমাজের জাতি-ধম- দল ও মত নির্বিশেষে সকলে মিলে নিজ নিজ এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য কাজ করেতে হবে। তাহলেই আমরা গড়ে তুলতে পারব শতভাগ শিক্ষার হার সমৃদ্ধ একটি সম্বভাবনাময় বাংলাদেশ।