Main Menu

বাংলাদেশে ঢুকে যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

+100%-



প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত থেকে জনু মিয়া (৪৫) নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে  বিএসএফ সদস্যরা। বৃহস্পতিবার সকালে উপজেলার ভারত সীমান্ত ঘেঁষা পুটিয়া গ্রামের অভ্যন্তরে ঢুকে বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। জনু মিয়া পুটিয়া গ্রামের কৃষক চাঁন মিয়ার ছেলে।
এ ঘটনায় দু’দেশের সীমান্তরক্ষীদের মধ্যে হওয়া পতাকা বৈঠকে বিএসএফ সদস্যরা বাংলাদেশে প্রবেশ করে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। তাঁরা দাবি করেছেন, ভারতীয় নাগরিক ভেবে ভারত সীমান্ত থেকেই তাঁকে ধরে নিয়ে যাওয়া হয়।
বিজিবির ১০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সহিদুর রহমান সাংবাদিকদের জানান, জনু মিয়াকে ছাড়িয়ে আনতে বিএসএফের কাছে তাঁর জাতীয় পরিচয় পত্রের কপি পাঠানো হয়েছে। বাংলাদেশি নাগরিক হিসেবে নিশ্চিত হলে জনু মিয়াকে ছেড়ে দেওয়া হবে বলে বিএসএফ জানিয়েছেন।



(পরের সংবাদ) »



Shares