উবায়দুল মোকতাদির চৌধুরীকে গলা কাটার হুমকি
প্রতিবেদক ॥ ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড়ে সন্ত্রাসীরা তান্ডব চালিয়েছে। প্রায় দেড় মাস ধরে জনৈক তৈয়বুজ্জামান কন্ঠশিল্পী রুনাক সুলতানা পারভিনের নির্মানাধীন বাড়ির কাজ বন্ধ করে দেয়। সে সাথে প্রকাশ্যে গলা কেটে ফেলার হুমকী দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর) সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীকে। ঘটনার জানাজানির পর উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আলোচিত সন্ত্রাসী তৈয়বুজ্জামান ও তার ছোট ভাই আশিকুজ্জামান’র হুমকির পর তোলপাড় চলছে শহরে। বৃহস্পতিবার বাড়ির কাজ দেখভাল করতে গেলে রূনাক সূলতানার সাথে সন্ত্রাসীদের বাক বিতন্ডার সৃস্টি হয় এবং তারা রুনাক এর উপর হামলা চালায়। এসময় নির্মান শ্রমিকদেরও তাড়িয়ে দেয়। স্থানীয় সংসদ সদস্য র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরীকে জানানো কথা বল্লে এমপির গলা কেটে ফেলার হুমকী দেয় সন্ত্রাসী আশিকুজ্জামান। পরে খবর পেয়ে সংসদ সদস্য মোকতাদির চৌধুরী, পৌর মেয়র হেলাল উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব ঘটনাস্থল পরিদর্শন করেন। জানা যায়, বাংলাদেশ টেলিভিশনের কন্ঠশিল্পী রুনাক সুলতানা পারভিন তার বাড়ির নির্মান কাজ শুরু করে প্রায় দেড় মাস আগে। পাশে তার জায়গা রয়েছে এমন অজুহাতে কাজ বন্ধ রাখার চাপ দেয় সন্ত্রাসী তৈয়বুজ্জামান। কিন্তু বৈধ কোন কাগজ পত্র দেখাতে পারেনি তৈয়বুজ্জামান। এক পর্যায়ে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবী করে। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তার নির্মান বন্ধ করে দেয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।