Main Menu

শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ, প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভ, মানববন্ধন ও স্বারকলিপি

+100%-

কসবা প্রতিনিধি ঃ কসবা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক হুমায়ন কবির সরকারের বিরুদ্ধে একটি জাতীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে ৫ জুন বৃহস্পতিবার বিদ্যালয়ের  ছাত্ররা কসবা  উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করে উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমানের কাছে ৭৫ জন ছাত্রের স্ব-স্বাক্ষরিত কাগজে  স্বারকলিপি প্রদান করেন। উক্ত শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশে হাতে ফ্যাষ্টুন নিয়ে “হলুদ সাংবাদিকতা বন্ধ”করার  দাবীতে  মঙ্গলবার সকাল সাড়ে দশটায় কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মোঃ ফজলে রাব্বির নেতৃত্বে প্রায় কয়েক শতাধিক ছাত্রের সম্বয়ে এক বিক্ষোভ মিছিল কসবা উপজেলা পরিষদ  থেকে কসবা  উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কসবা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক সমাবেশে মিলিত হন। সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র আশরাফুল আলম,জয় হোসেন,জুয়েল মিয়া,৯ম শ্রেণীর আজহারুল ইসলাম প্রমুখ।
বিদ্যায়ের চলতি দায়িত্ব প্রধান শিক্ষক আবু বকর ছিদ্দিক জানান জাতীয় পত্রিকায় আমার এক শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর বিষয়টি মিমাংসা কল্পে বিদ্যালয়ের ব্যবসায় শাখার ৯ম শ্রেণীর ছাত্র এনামূল হক রনির বাড়িতে শাহ আলম সহ ইংরেজি শিক্ষক হুমায়ন কবির সরকার শিক্ষককে পাঠাই। অপর দিকে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করেছেন যাহা তদন্ত কর্মকর্তার সহকারী কমিশনার(ভূমি) প্রাপ্ত উল্লেখিত নোটিশের সজিব মিয়া,বরকত উল্লাহ,মোশারফ হোসেন,ইরান আমার বিদ্যালয়ের ছাত্র কিনা আমি জানি না;যেহেতু বিভাগ,শাখা,রোল,উল্লেখ নেই। তবে প্রধান শিক্ষকের সামনে এনামূল হক রণি কোনো লিখিত অভিযোগ করেননি বলে জানান। তিনি আরোও জানান; বিদ্যায়ের দশম শ্রেণীর ছাত্ররা জোর করে নিয়ে বিক্ষোভ মিছিল,মানববন্ধনসহ উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্বারক লিপি প্রদান করে বিক্ষোভ মিছিল করান। প্রতিদিনের টিফিন প্রদানকারী প্রতিষ্ঠানটি অনিয়মের বিষয়ে এক প্রশ্নে জবাবে প্রধান শিক্ষক আবু বকর ছিদ্দিক বলেন মাঝে মধ্যে প্রতিদিনের টিফিন সরবরাহকারী অনিক নামে প্রতিষ্ঠানটি নাস্তার সাইজ কমবেশী নিয়ে ছাতদের মাঝে প্রায়ই বাকযোদ্ধ হয়ে থাকে।  






Shares