Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের ক্যাম্প কমান্ডার সহ ১১ সদস্যের বিরুদ্ধে হত্যার অভিযোগ

+100%-

নিজস্ব প্রতিবেদক:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ব্যবসায়ী শাহনূর আলম হত্যা ঘটনায় র‌্যাব-১৪ এর ১১ সদস্যের বিরুদ্ধে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযুক্তরা হলেন- ভৈরব ক্যাম্প কমান্ডার মেজর এজেডএম সাকিব সিদ্দিক এবং ওই ক্যাম্পের ৯ র‌্যাব সদস্যসহ মোট ১১ জন।

রোববার দুপুরে নবীনগর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহারের আদালতে অভিযোগ করেন নিহত শাহনুরের ভাই মেহেদী হাসান।

নবীনগর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযোগটির আদেশের জন্যে আদালত আগামী ৪ জুন শুনানির দিন ধার্য করেছেন।

এ আর্জিতে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সাব ইন্সপেক্টর মো. এনামুল হক এছাড়াও নাম উল্লেখ না করে র‌্যাবের সাতজন সদস্য এ ঘটনায় জড়িত থাকার কথা বলা হয়েছে। র‌্যাবের ৯ জন ছাড়া নবীনগরের কৃষ্ণনগরের মৃত মন্তাজ মিয়ার ছেলে নজরুল ইসলাম (৫৮) ও নবীনগরের মৃত শরাফত আলীর ছেলে আবু তাহের মিয়া (৪৫) কে এ ঘটনায় জড়িত থাকার কথা উল্লেখ করা হয়েছে।

মামলার বাদী মেহেদী হাসান জানান গত ৬ই মে শাহনুর আলম মারা যান। এর আগে ২৯ এপ্রিল শাহনূরকে গ্রেফতার করে র‌্যাব। তার মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে র‌্যাবের নির্যাতনে শাহনুরের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হয়।






Shares