Main Menu

দায়িত্ব পেলে মুক্তিযোদ্ধাদের বঞ্ছনা স্থায়ী অবসান করার চেষ্টা করব-মেজর জেনারেল হেলাল মুর্শেদ

+100%-

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান প্রার্থী মেজর জেনারেল (অব:)হেলাল মুর্শেদ বলেন,  আমরা আবার দায়িত্ব পেলে মুক্তিযোদ্ধাদের ৪০ বছরের যে বঞ্ছনা স্থায়ী অবসান করার চেষ্টা করব। ৩৯টি এজেন্ডা লিপিবদ্ধ করেছি সেগুলো বাস্তবায়ন করা হবে। তিনি আরো বলেন আমি আজীবন আপনাদের পাশে থেকে সেবা করতে চাই। আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে এই সুযোগটুকু করে দিবেন। গতকাল সন্ধ্যায় আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। আগামী ৫জুন কেন্দ্রীয় কাউন্সিলকে সামনে রেখে পৌর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুবোধ চন্দ্র দাসের সভাপতিত্বে এবং সাংবাদিক হাবিবুর রহমান পারভেজ ও মুক্তিযোদ্ধা রতন কান্তি  দত্তের যৌথ পরিচালনায় নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভাটি মুক্তিযোদ্ধা হাজী শফিকুল ইসলামের কোরআন তেলাওয়াত ও মুক্তিযোদ্ধা প্রদীপ চক্রবর্তী গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয়। তারপর সকল শহীদ মুক্তিযোদ্ধাদের স্বরণে একমিনিট নিরবতা পালন করা হয়। স্বাগত বক্তব্য রাখেন সাবেক জেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গাজী রতন মিয়া।সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী  বীর মুক্তিযোদ্ধা ইসমত কাদির গামা, বীর মুক্তিযোদ্ধা মো:সালাউদ্দিন, মহাসচিব(প্রশাসন) পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এমদাদ হোসেন মতিন, মহাসচিব(কল্যান) পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো: আলাউদ্দিন মিয়া, সাবেক বীর মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার হারুনুর রশীদ , বীর মুক্তিযোদ্ধা সামছুদ্দোহা চৌধুরী , বীর মুক্তিযোদ্ধা এস আলম ফারুক, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম ,বীর মুক্তিযোদ্ধা রফিকুর ইসলাম প্রমুখ।






Shares