Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতাল থেকে ৫ ককটেলসহ ১৭ ককটেল উদ্ধার ॥ বোমাবাজ গ্রেফতার

+100%-

শামীম উন বাছির :: ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল থেকে ৫টি ককটেলসহ ১৭টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে  জেলা সদর হাসপাতাল কম্পাউন্ড থেকে পুলিশ ৫টি ককটেল উদ্ধার করে। এ ছাড়া শুক্রবার সন্ধ্যায় শহরের মৌড়াইল কলেজপাড়া থেকে পরিত্যক্ত অবস্থায় ১২টি ককটেল উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ শহরের শিমরাইলকান্দি এলাকা থেকে বোমাবাজ সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করে। সাদ্দাম হোসেন এই গ্রামের খলিল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, শনিবার সকাল ৮টার দিকে জেলা সদর হাসপাতালের কম্পাউন্ডের ভেতর পরিত্যক্ত অবস্থায় ৫ টি ককটেল উদ্ধার করে।
অপরদিকে গত শুক্রবার সন্ধ্যায় ডিশ লাইনের তার ছেঁড়ার ঘটনায় পৌর এলাকার মৌড়াইল কলেজপাড়া ও শিমরাইলকান্দি মহল্লার দু’দলের মধ্যে সংঘর্ষের পর পুলিশ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১২ টি ককটেল উদ্ধার করেন। এলাকাবাসী জানান, সংঘর্ষ চলাকালে উভয়পক্ষ প্রায় অর্ধশত ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে এলাকায় আতংকের সৃষ্টি করে।
এ ঘটনায় সদর থানার এস.আই বেলাল বাদী হয়ে ২৩ জনের নাম উল্লেখ করে এবং ৩০ জনকে অজ্ঞাত আসামী করে অর্ধশত লোককে আসামী করে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন।






Shares