Main Menu

নিরাপদ সড়ক নিশ্চিতের লক্ষে বিআরটিএর উদ্যোগে ব্যাপক কর্মসূচী

+100%-

প্রতিনিধি :: ২১ এপ্রিল সোমবার ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দূঘটনা হ্রাস ও নিরাপদ সড়কের লক্ষে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি ব্রাহ্মণবাড়িয়ায় সার্কেল এর উদ্যোগে ব্যাপক কর্মসূচী পালিত হয়েছে।

এ উপলক্ষে শহরে শোভাযাত্রা ও সেমিনার অনুষ্ঠিত হয়।

 

সকালে স্থানীয় জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন মুক্ত মঞ্চে কর্মসূচীর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমা বেগম। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয় এবং জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় পেশাদার গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক সেমিনার।

উক্ত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক ও জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভাপতি ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন,পরিবহণ সেক্টর একটি মৌলিক সেবামূলক সেক্টর হিসেবে সর্বজন স্বীকৃত। অসচেতনতা সড়ক দূঘটনার প্রধান কারণ উল্লেখ করে তিনি এ ব্যাপারে সম্মিলিত শৃঙ্খলা বোধ জাগ্রত ও সকলকে সচেতন হওয়ার আহবান জানান।

তিনি স্থানীয় ভাবে চালকদের দক্ষতা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগ নেয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সেমিনারে প্রধান আলোচক পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম(বার), নিরাপদ সড়ক, ট্রাফিক আইন সহ বিভিন্ন বিষয়ে দেশ বিদেশের বিভিন্ন অভিজ্ঞতা, এ সংক্র্রান্তে স্থানীয় বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে সমস্যা সমাধানে ঐক্যমত ও আন্তরিকভাবে সম্মিলিত প্রয়াস চালানোর আহবান জানান।

তিনি সড়ক দূঘটনা রোধে জন সাধারন সহ পরিবহণ মালিক শ্রমিকদের সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় নিরাপদ সড়কের লক্ষে বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে। ট্রাফিক আইন লঙ্ঘনকারী, মহাসড়কে অবৈধভাবে যান চলাচল, অবৈধভাবে গাড়ী পার্কিং, সড়ক অবৈধদখল ও ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

তিনি নিরাপদ সড়কের জন্য সম্মিলিতভাবে ঐক্যমত হওয়ার উপরও গুরুত্বারোপ করে সড়ক দূঘটনা হ্রাসে এক যোগে কাজ করার আহবান জানান ।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমা বেগম, স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ ব্রাহ্মণবাড়িয়া সার্কেল এর সহকারী পরিচালক সৈয়দ আইনুদ্দিন হুদা চৌধুরী । অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমা বেগমের সভাপতিত্বে ও সাংবাদিক আল আমীন শাহীন এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা বাস মিনিবাস মালিত সমিতির সাধারণ সম্পাদক  মোঃ আলমগীর মিয়া, জেলা ট্রাক মালিক গ্র“পের সাধারণ সম্পাদক মিজানুর রহমান তানিম,জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিসুর রহমান চৌধুরী, পরিবহণ নেতা হাজী জসীম উদ্দিন জমশেদ প্রমুখ। সেমিনারে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের কর্মকর্তা , জেলা ট্রাফিক বিভাগের কর্মকর্তা পরিবহণ মালিক শ্রমিক নেতৃবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।






Shares