নাসির নগরে কুখ্যাত ডাকাত ও সিএন জি চোর গ্রেফতার
মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ ১০ মার্চ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কুন্ডা ইউনিয়ন থেকে কুখ্যাত ডাকাত ও পূর্বভাগ ইউনিয়ন থেকে সি এন জি চোরচক্রের প্রধান কে গ্রেফতার করেছে ।
নাসিরনগর থানার এস আই মোঃ মহিউদ্দিন (সুমন) জানান বেলা ১২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে কুন্ডা নতুন বাজার থেকে এলাকার কুখ্যাত ডাকাত গ্রামের মৃত জুর আলীর ছেলে আলমগীর (৩০) কে গ্রেফতার করে । তিনি আরো জানান, আলমগীরের নামে নাসির নগর থানায় ৫ টি ও সরাইল থানা ২ ডাকাতির মামলা রয়েছে ।
অপর দিকে এস আই মোঃ আকরাম হোসেন পূর্বভাগ ইউনিয়নের পূর্বভাগ গ্রামের সি এন জি চোর চক্রের প্রধান হোতা গ্রামের সিরাজ মিয়ার ছেলে মোঃ সৈয়দ মিয়া(৩১)গ্রেফতার করেছে ।
থানা সুত্রে জানা গেছে, আলমগীর একজন কুখ্যাত ডাকাত ,সে দীর্ঘদিন যাবৎ নাসির নগর সরাইল রাস্তা সহ বিভিন্ন রাস্তার একজন নামকরা ডাকাত ও সৈয়দ মিয়া একজন কুখ্যাত সি এন জি চোর । তার বিরোদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ও সি) মোঃ আব্দুল কাদের ঘটনার সত্যতা স্বীকার করেছে ।