Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

+100%-

প্রতিবেদক :: ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।  বুধবার সকালে স্থানীয় শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্ত্বরে আয়োজিত ৩দিনব্যাপী মেলা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন, প্রধান মন্ত্রীর সাবেক একান্ত সচিব, বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি।

পরে মেলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি।

জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মনিরুজ্জামান পিপিএম (বার), পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল-মামুন সরকার।

স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হামজা মাহমুদ। বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মুখলেছুর রহমান খান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী সলিমুল্লাহ, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন।

প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী এম.পি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মানব সভ্যতাকে সামনে এগিয়ে নিয়ে যায়। বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে আজ আমরা অনেক উন্নত। বিজ্ঞান ছাড়া মানব সভ্যতা থমকে যাবে, তাই মানব জাতিকে বিজ্ঞান নিয়ে গবেষনা করতে হবে। তিনি আরো বলেন, আমরা বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর দেশ গড়তে চাই। প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে ডিজিটাল সমৃদ্ধশালী দেশ গড়ব। ডিজিটাল সমৃদ্ধশালী দেশ গঠনে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। এর আগে প্রধান অতিথি মোকতাদির চৌধুরী এম.পি মেলা উদ্বোধন করে বিশেষ অতিথিদের নিয়ে মেলার স্টল পরিদর্শন করেন। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৩টি স্টল স্থান পায়।






Shares