Main Menu

আনন্দয়ীময়ী কালিবাড়ি মন্দিরে অনুষ্ঠিত বাসন্তী পূজামন্ডপ পরিদর্শন করলেন পৌর মেয়র

+100%-

প্রতিবেদক :: ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র জননেতা মোঃ হেলাল উদ্দিন বলেছেন, প্রত্যেক ধর্মের অনুষ্ঠানিকতায়  স্বকিয়তা ও নিজেস্ব বৈশিষ্ট থাকলেও ধর্মীয় উৎসব সার্বজনীন। সকল ধর্মের মূল বানী সমগ্র মানব জাতির কল্যানের জন্যই নিবেদিত। কোন ধর্ম অন্যায় অসত্য, অসুন্দর কে সমর্থন করে না, সব ধর্মই শাশ্বত সুন্দর কে প্রতিষ্ঠার জন্য আলোর পথ দেখায়। মানুষের মধ্যে মনুষ্যত্বের উদ্বোধন ঘটায়।

মেয়র মঙ্গলবার সন্ধ্যায় আনন্দয়ীময়ী কালিবাড়ি মন্দিরে অনুষ্ঠিতহিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মী উৎসব বাসন্তী পূজা মন্ডপ পরিদর্শন কালে সমবেত জনতার উদ্দেশ্যে উপরক্ত কথা বলেন।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সকরকারি কলেজের অধক্ষ্য প্রফেসর অমৃত লাল সাহা, জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি শ্রী সুভাষ চন্দ্র পাল, সাধারণ সম্পাদক এড. প্রনব কুমার দাস উত্তম, সাবেক সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র রায়, স্বপন কুমার রায়, ডা. মনোরজ্ঞন দেব নাথ, রজ্ঞিত রায়, চন্দন বনিক, নারায়ণ সাহা, বিজয় সাহা, ধীরেন্দ্র ধর, রজ্ঞন সাহা, বিষ্ণু পদ সাহা, সুনিল সরকার, এড. কাজল দে সহ মন্দির পরিচালনা কমিটি ও পূজা উদযাপন পরিষদের নেতৃস্থানীয় ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।






Shares