Main Menu

ব্রাহ্মণবাড়িয়ার ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যাচ্ছে জাতীয় গ্রিডে

+100%-

প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়া শহরের শিমরাইলকান্দি এলাকায় অবস্থিত তিতাস গ্যাস ক্ষেত্রের ২৭ নম্বর কূপ থেকে ১৫ মিলিয়ন গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে।

সোমবার সকাল থেকে গ্যাস সরবরাহ শুরু করা হয়। এ গ্যাসক্ষেত্র বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানির নিয়ন্ত্রণাধীন।

এর আগে গত বছরের ২০ নভেম্বর কূপটির খনন কাজ শুরু হয়ে চলতি বছরের ১৯ মার্চ শেষ হয়।

২৭ নম্বর কূপের প্রকল্প পরিচালক ফজলুল হক চৌধুরী জানান, খনন কাজ শেষ হওয়ার পর সোমবার থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু করা হয়েছে।

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুর রহমান জানান, প্রাথমিকভাবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে দেওয়া হচ্ছে।

কিছুদিন পর এ কূপ থেকে অন্তত ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে দেওয়া সম্ভব হবে বলে জানান তিনি।






Shares