ব্রাহ্মণবাড়িয়া সদর,কসবা এবং আশুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ের হাঁসি হাঁসলেন যারা!
প্রতিবেদক :: সোমবার অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া সদর ও কসবা উপজেলায় আওয়ামী লীগ এবং আশুগঞ্জে বিএনপি সমর্থিত প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
ব্রাহ্মণবািড়য়া : সদর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. জাহাঙ্গীর আলম (কাপ-পিরিচ) ৫৮ হাজার ৫৭৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত হাজী মো. জাহাঙ্গীর পেয়েছেন ৩৬ হাজার ৫৮৪ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত মহসীন মিয়া ৫৮ হাজার ৮২ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত ৭৫ হাজার ৫৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
কসবা : কসবা উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত অ্যাডভোকেট আনিসুল হক ভূঁইয়া ৯৩ হাজার ৭৯৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ইকলিল আজম পেয়েছেন ৩০ হাজার ২০৫ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী শাহীন সুলতানা কবির ৭০ হাজার ১১৯ ভোট ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিলকিছ বেগম ৯১ হাজার ৬৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
আশুগঞ্জ : আশুগঞ্জে বিএনপি সমর্থিত প্রার্থী আবু আসিফ আহমেদ ২৬ হাজার ৬৯৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত মো. হানিফ মুন্সী পেয়েছেন ২৩ হাজার ৩০৬ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত আমীর হোসেন ২৬ হাজার ২৫৬ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত রেহানা বেগম ৪৫ হাজার ১৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ ছাল্লাল এসব তথ্য নিশ্চিত করেছেন।