নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ের হাঁসি হাঁসলেন যারা!
মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ সকল জল্পলা কল্পনার অবসান ঘটিয়ে ২৩ মার্চ রোজ রবিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। অত্র উপজেলার ১৩টি ইউনিয়নের ৭৪টি কেন্দ্রে ৯৬০০৪ জন পুরুষ,৯৩১১৮ জন মহিলাসহ মোট ১,৮৯,৩১২ জন ভোটার রয়েছে।
অত্র উপজেলা থেকে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বুড়িশ্বর চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান প্রার্থী এটি এম মনিরুজ্জামান সরকার (আনারস),ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগ সভাপতি অঞ্জন কুমার দেব (তালা),মহিলা ভাইস চেয়ারম্যান,সৈয়দা হামিদা লতিফ পান্না (প্রজাপতি)। বিএনপি থেকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গোকর্ণ ইউপি চেয়ারম্যান এম এ হান্নান(মোটর সাইকেল),ভাইস চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন(চশমা),মহিলা ভাইস চেয়ারম্যান পদে লুৎফুর নাহার পাপড়ী(কলস),বিএনপির বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ ছোয়াব খাঁন(উড়োজাহাজ), উনিশ দলীয় জোট প্রার্থী ও কেন্দ্রীয় বিজেপির সিনিয়র ভাইস চেয়ারম্যান, জেলা বিজেপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আহসানূল হক মাষ্টার (ঘোড়া) প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করে।
এ টিএম মনিরুজ্জামান সরকার(আনারস) প্রতীকে ৫৯২২১ ভোট পেয়ে বিজয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এম এ হান্নান (মোটর সাইকেল) প্রতীকে পান ৩৮৫১৬ ভোট,পুরুষ ভাইস চেয়ারম্যান পদে যুবলীগ সভাপতি অঞ্জন কুমার দেব (তালা) প্রতীকে ৫৬৭৫৩ ভোট পেয়ে বিজয় লাভ করে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আলমগীর হোসেন (চশমা) প্রতীকে পান ৩৩৫৯৩ ভোট,মহিলা ভাইস চেয়ারম্যান পদে সৈয়দা হামিদা লতিফ পান্না (প্রজাপতি) প্রতীকে ৫২৮৪৫ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লুৎফুর নাহার পাপড়ী (কলস) প্রতীকে ,৫১৯২৯ ভোট পান।