আজ অমর একুশে :ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম প্রহরে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনে সর্বস্তরের মানুষের ঢল
সঞ্জয় কর্মকার : একুশের প্রথম প্রহরে ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। মাতৃভাষা বাংলার জন্য যারা অকাতরে নিজের জীবন বিলিয়ে দিয়েছিলেন সেই সকল সাহসী বীরসন্তান – সালাম, বরকত, রফিক, জববারসহ নাম না জানা শহীদদের শ্রদ্ধা নিবেদনে ফুল হাতে এসেছিলেন সকল বয়সের মানুষ।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কড়া প্রহরায় শহীদ মিনারের চত্বরসহ আশপাশ এলাকায় নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
রাত ১২টা ১ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গনস্থ শহীদ মিনারে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে শুরু হয় শ্রদ্ধা নিবেদন।
এরপর একে একে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরাধীনতার গ্লানি মোচনে প্রাণ উৎসর্গ করা বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে লোকে লোকারণ্য হয়ে যায় শহীদ মিনার এলাকা। মুহূর্তের মধ্যে ফুলে ফুলে ভরে ওঠে শহীদ মিনারের বেদী।