Main Menu

পর্নোগ্রাফি ও জাল সনদ তৈরির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় ফটোকপি দোকান সিলগালা ও জরিমানা

+100%-

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
পর্নোগ্রাফি ও জাল সনদ তৈরির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি ফটোকপির দোকান সিলগালা ও অপর দোকান মালিককে জরিমানাসহ কারাদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আ
দালত।
গতকাল বুধবার দুপুরে শহরের মৌড়াইল এলাকায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনের নাদিম ফটোষ্ট্যাট এবং মোল্লা অনলাইন এন্ড মাল্টিমিডিয়া সেন্টারে এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারি নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল আহসান জানান, পর্নোগ্রাফির ক্লিপস থাকার অপরাধে মোল্লা অনলাইন এন্ড মাল্টিমিডিয়া সেন্টারের একটি কম্পিউটারের হার্ড ডিস্ক জব্দ করা হয়। এছাড়া ওই দোকান মালিককে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।
একই এলাকার নাদিম ফটোষ্ট্যাটকে জাল দলিল ও সনদ তৈরির অভিযোগে ত্রিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। এছাড়া ওই দোকানটি সিলগালা করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন অপরাধ করবে না মর্মে দোকান মালিক মুচলেকা দিলে ওই দোকানের সিলগালা খুলে দেওয়া হবে বলে জানান






Shares