শেখ মোঃ আনার আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদের সম্ভাব্য প্রার্থী
শামীম উন বাছির : উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর পরই দেশে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। ইতিমধ্যেই দ্বিতীয়ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ। প্রথম দফায় আগামী ১৯ ফেব্রুয়ারি দেশের ১০২টি উপজেলার নির্বাচন এবং দ্বিতীয় ধাপে আগামী ২৭ ফেব্রুয়ারী ১১৭টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম দফায় ব্রাহ্মণবাড়িয়ার কোন উপজেলায় নির্বাচন হবে না তবে দ্বিতীয় দফায় সরাইল উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে তফসিল ঘোষনার আগেই ব্রাহ্মণবাড়িয়ার ৯টি উপজেলায় কারা চেয়ারম্যান পদে নির্বাচন করবেন তা নিয়ে গুঞ্জন শুরু হয়। সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচনী মাঠে গণসংযোগ শুরু করেছেন। দলীয় গ্রীন সিগনালের অপেক্ষায় আছেন দলীয় প্রার্থীরা। ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছেন আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থীরা। তবে পুরানো প্রার্থীদের সাথে পাল্লা দিয়ে মাঠে গণসংযোগ শুরু করেছেন দলের নবীন প্রার্থীরা। জেলা আওয়ামীলীগের শীর্ষ নেতাদের অনেকেই এবার বিভিন্ন উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন করতে দলীয় মনোনয়ন চাইবেন। দলের একাধিক নেতা জানান, আওয়ামী রাজনীতির পরীক্ষিত সৈনিক ও জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ মোঃ আনার আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হবেন। ইতিমধ্যেই তিনি ভোটারদের সাথে যোগাযোগ শুরু করেছেন। আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা গ্রামের বাসিন্দা, মরহুম মাওলানা আব্দুল খালেক নূরীর পুত্র এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, বিশিষ্ট মুক্তিযোদ্ধা শেখ মোঃ ফারুক এবং ডঃ প্রয়াত শরফুদ্দিনের ছোট ভাই শেখ মোঃ আনার ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে আওয়ামী রাজনীতিতে সম্পৃক্ত হন। তিনি জেলা ছাত্রলীগের পাঠাগার সম্পাদক, পরবর্তীতে জেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আড়াইসিধা গ্রামের অলি উল্লাহ, হুমায়ুন কবীর ও হেবজু মিয়া বলেন, শেখ মোঃ আনারকে আমরা আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে দেখতে চাই। এ ব্যাপারে জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও মনোয়ন প্রত্যাশী শেখ মোঃ আনার বলেন, জনগণের জন্যই রাজনীতি করি। দল মনোয়ন দিলে অবশ্যই উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবো।