Main Menu

ভারতে নিষিদ্ধ ক্রোসিন কোল্ড, কোরেক্স সহ- ৩৪৪টি ওষুধ

+100%-

02154ডেস্ক ২৪:: আর দোকানে মিলবে না কোরেক্স, ভিকস্ অ্যাকশন ৫০০ এক্সট্রা, ক্রোসিন কোল্ড, সুমোর মত জনপ্রিয় সব ওষুধ। এবার থেকে এই সব ওষুধ বিক্রি করলেই দোকানিদের হাতে হাতকড়া পড়বে। শুধু এই ড্রাগগুলোই নয়, আরও ৩৪১টি ওষুধের উপর নিষেধাজ্ঞা জারি করল ভারত সরকার।
নিষিদ্ধ ওষুধের সংক্ষিপ্ত তালিকা-
প্রোক্টর অ্যান্ড গ্যাম্বেল- ভিকস্‌ অ্যাকশন ৫০০ এক্সট্রা
অ্যাবোট- কাফ সিরাপ ফেনেসেডিল, টোসেক্স, ডায়াবেটিসের ওষুধ ট্রিবেট।
সিপলা-ডায়াবেটিসের ওষুধ ট্রাইএক্সের
ফাইজার- কাফ সিরাপ কোরেক্স
লিউপিন- ডায়াবেটিসের ওষুধ গ্লুকোনর্ম
অ্যালকেম- সুমো (প্যারাসিটামল+নিমেসিউলিড)
গ্লেনমার্ক- এসকোরিল রেঞ্জের কাফ সিরাপ।
ওকহার্ডট- জেডেক্স কাফ সিরাপ।
ইপকা- জেরোডল পি (প্যারাসিটামল+অ্যাসেলোফেনাক)
সান ফার্মা- অ্যান্টি ডায়াবেটিস কম্বিনেশন ড্রাগ জেমরয়
ম্যানকাইন্ড- বিবিধ প্রডাক্ট
ম্যাকলিওডস- প্যানডেরাম প্লাস।
সোমবার থেকে কার্যকর করা হবে এই নিষেধাজ্ঞা।






Shares