ব্রাহ্মণবাড়িয়া হাইওয়ে থানার ওসি হুমায়ুন কবিরের দাফন মঙ্গলবার কুমিল্লার দেবিদ্বারের বাড়িতে সম্পন্ন
নরসিংদীর শিবপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ব্রাহ্মণবাড়িয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবিরের দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সকালে দেবীদ্বার উপজেলার রাজামেহার মুন্সী বাড়ির তার পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। এর আগে সকাল ১০ ঘটিকায় রাজামেহার উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়।
কুমিল্লার পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, হাইওয়ের অতিরিক্ত পুলিশ সুপার অলি উল্লাহ, সহকারী পুলিশ সুপার (দেবীদ্বার সার্কেল) শেখ মো. সেলিম ও দেবীদ্বার থানার ওসি (তদন্ত) মোর্শেদ পারভেজ তালুকদার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ জানাযায় অংশ গ্রহন করেন এবং তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
ওসি হুমায়ুন কবির মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তিনি দেবীদ্বার উপজেলার রাজামেহার গ্রামের মুন্সী বাড়ির মৃত আবদুর রহমান মুন্সীর ছেলে এবং সে ব্রাহ্মণবাড়িয়া খাটি হাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে কর্মরত ছিলেন।