Main Menu

বাংলাদেশী আমেরিকান কাজী হেলাল আহমদ এর মাধ্যমে বাংলাদেশে এই সুযোগটির সৃষ্টি হয়েছে

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং নিউ ইয়র্ক ইনস্টিটিউট অব টেকনোলজীর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

+100%-

aubএশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং নিউ ইয়র্ক ইনস্টিটিউট অব টেকনোলজী একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।গত ২৭ সেপ্টেম্বর AUB এর স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্হিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডঃ আবুল হাসান এম সাদেক, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডঃ মুহাম্মদ জাফর সাদেক, ভাইস প্রেসিডেন্ট ও প্রভোস্ট প্রফেসর ড রহমত, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ও উন্নয়ন কর্পোরেশন (IFDC) ইউএসএ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জনাব আব্দুল্লাহ আল ফারুক।
এই সমঝোতা স্মারকের আওতায় IFDC যৌথ সহযোগিতার মাধ্যমে বাংলাদেশে শিক্ষা ও গবেষণার অগ্রগতিতে কাজ করবে। বিশেষভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন আইটি সেক্টরে।
নিউ ইয়র্ক ইনস্টিটিউট অব টেকনোলজী নিউ ইয়র্কের শীর্ষ ২৫টি শ্রেষ্ঠ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একটি। কানাডা, আবুধাবী ও চীনে এদের ক্যাম্পাস আছে। নিউ ইয়র্ক ইনস্টিটিউট অব টেকনোলজী AUB এবং IFDC এর সঙ্গে যৌথভাবে এখানে কজ করতে আগ্রহী। বাংলাদেশী আমেরিকান কাজী হেলাল আহমদ এর মাধ্যমে বাংলাদেশে এই সুযোগটির সৃষ্টি হয়েছে। এই সমঝোতা স্মারক স্বাক্ষর করার মাধ্যমে এখানকার ছাত্ররা যৌথ ডিগ্রী প্রোগ্রামে অংশ গ্রহণ করতে পারবে। কম্পিউটার সায়েন্স, কম্পিউটার প্রকৌশল এবং বিবিএ / এমবিএ কোর্সে ছাত্ররা প্রথম ২ বছর AUB আশুলিয়া ক্যাম্পাসে এবং পরবর্তী ২ বছর যুক্তরাষ্ট্রে NYIT নিউ ইয়র্ক ক্যাম্পাস সম্পন্ন করার সুযোগ থাকবে। চূড়ান্ত সফল সমাপ্তির পর তারা নিউ ইয়র্ক ইনস্টিটিউট থেকে স্নাতকের ডিগ্রী সার্টিফিকেট পাবেন। প্রেস রিলিজ






Shares