চট্টগ্রামে বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
এম.এ আজিজ স্টেডিয়ামে বিভাগীয় কমিশনার অফিসের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, চট্টগ্রাম বিভাগীয় কার্য্যালয় আয়োজিত বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়েছে। সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীনের সভাপতিত্বে ও টিভি উপস্থাপক নিজাম হায়দার সিদ্দিকী ও নাসরিন ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড চট্টগ্রামের উপ-পরিচালক (উপ-সচিব) ও ক্রীড়া ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব নাজনীন কাউসার চৌধুরী। পরে কর্মচারী কল্যাণ বোর্ডের প্রকাশিত ‘জাগরী’ নামক একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি।
একই দিন দ্বিতীয় পর্বে বিকেল ৪টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান। সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন। প্রতিযোগিতায় নোয়াখালী জেলা দলগত চ্যাম্পিয়ন ও ব্রাহ্মণবাড়িয়া জেলা রানার্স আপ হয়। এতে ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার সৈয়দা সারোয়ার জাহান (অতিরিক্ত সচিব), বিভাগীয় পরিচালক (স্থানীয় সরকার) দীপক চক্রবর্তী (অতিরিক্ত সচিব), বিভাগীয় কমিশনার মোমিনুর রশিদ আমিন, জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন (চট্টগ্রাম), বদরে মুনির ফেরদৌস (নোয়াখালী), মুহাম্মদ ওয়াহিদুজ্জামান (খাগড়াছড়ি), মো. আলী হোসেন (কক্সবাজার), মো. আমিন উল আহসান (ফেনী), দিলীপ কুমার বণিক (বান্দরবান), মো. জিল্লুর রহমান চৌধুরী (লক্ষ্মীপুর), মো. আব্দুল সবুর মন্ডল (চাঁদপুর), মো. জাহাংগীর আলম (কুমিল্লা), মোহাম্মদ মানজারুল মান্নান (রাঙ্গামাটি) ও রেজোয়ানুর রহমান (ব্রাহ্মণবাড়িয়া)সহ বিভাগীয় ও জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা, সরকারের বিভিন্নস্তরের কর্মরত কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি