গণপরিবহন বন্ধের সময়সীমা ১১ এপ্রিল পর্যন্ত বাড়লো
করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় দেশব্যাপী চলমান গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত আগামী ১১ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে করেছে সরকার।
তবে পণ্য পরিবহন, জরুরি সেবা, জ্বালানি, ঔষধ, পচনশীল ও ত্রাণবাহী পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
আজ শনিবার (৪ এপ্রিল) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
সেখানে বলা হয়েছে, পণ্যবাহী যানবাহনে কোনো ধরনের যাত্রী পরিবহন করা যাবে না।
এর আগে, করোনাভাইরাসের বিস্তাররোধে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সারা দেশে গণপরিবহন বন্ধের ঘোষণা দেয়া হয়েছে।
« সরাইলে মসজিদে জীবাণুনাশক স্প্রে ছিটালো- ব্র্যাক (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) নাসিরনগরে দোকান খোলা ও আড্ডা দেয়ায় ১১ জনকে জরিমানা :: জরিমানার ১ ঘন্টা পর তাদের ত্রাণ সহায়তা প্রদান »