ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার উদ্যোগে জীবনাশক ঔষুধ ছিটানো হয়েছে
কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার উদ্যোগে জীবনাশক ঔষুধ ছিটানোর সুব্যবস্থা করা হয়।
আজ সকালে কসবা পৌরসভার উদ্যোগে গুরুত্বপূর্ণ রাস্তায় করোনা প্রতিরোধ জীবনাশক ঔষুধ ছিটানো হয়েছে। এই ছিটানোর কাজে সহযোগিতা করেছেন ফায়ার সার্ভিস কসবা স্টেশন।
কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ,ম হারুনুর রশীদ ঢালীর উপস্থিতিতে শুভ উদ্বোধন করা হয়। কসবা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ আব্দুল্লাহ খালিদ,ফায়ার সার্ভিস চালক রুহুল কবীর ও মঞ্জুর আহাম্মেদ বক্তব্য রাখেন।
কসবা সার্কেল এএসপি অফিস রাস্তা থেকে জীবনাশক ঔষুধ ছিটানোর যাত্রা শুরু করে পৌর এলাকার বিভিন্ন রাস্তায় প্রদান করেন।
কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েলের উদ্যোগে করোনা থাবা থেকে রক্ষা পেতে পৌর নাগরিকদের সুবিধার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে।
« করোনা আক্রান্ত মৃত প্রবাসীর ভাইয়ের করোনা পজিটিভ (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ছে করোনা রোগী, সদর হাসপাতাল হচ্ছে করোনার চিকিৎসাকেন্দ্র, ঘাটুরায় হবে সদর হাসপাতালের কার্যক্রম »