কসবায় হারভেষ্টার যন্ত্র ও বোরো ধান ক্রয় উদ্বোধন করেন জেলা প্রশাসক
কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কম্বাইন হারভেস্টার, বোরোধান সংগ্রহ,সবজি বীজ বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়।
আজ দুপুরে কসবা পশ্চিম ইউনিয়ন আকছিনা পূর্বপাড়া প্রামিক বিদ্যালয় চত্বরে কর্মসূচি উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান।
এই সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষি অধিদপ্তরের উপ পরিচালক রবিউল হক মুজুমদার, কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওছার ভুইয়া জীবন,কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম,উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগম প্রমুখ।
প্রধান অতিথি ১টি কম্ভাইন হারভেষ্টার যন্ত্রে এক কৃষক কে অল্প খরচে জমির কাটার যন্ত্রের চাবি প্রদান করেন। বিনা মূল্যে ১শত পরিবারের মাঝে সবজি বীজ, ১০টি পরিবারের মাঝে শিশু খাদ্য, পানিয়ারূপ গ্রাম থেকে বোরো ধান সরাসরি কৃষকের কাছ থেকে সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করেন।
প্রধান অতিথি বলেন,কম খরচে কৃষক এই কম্বাইন হারভেস্টার দিয়ে জমির ফসল ঘরে তুলতে পারবেন।আর সরকার সরাসরি কৃষকের কাছ থেকে নগদ অর্থে ধান ক্রয় সহ বিনামূল্যে সবজি বীজ প্রদানে চাষীদের সহয়তা করবে বলে তিনি অভিমত প্রকাশ করেন।
« পাওয়া গেল করোনার ওষুধ? মার্কিন বিজ্ঞানীর দাবিতে আশার আলো (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) লকডাউন উঠে গেলেও এই অভ্যাসগুলি ছাড়বেন না »