Main Menu

কসবায় লটারীতে ১০৫১ মে:টন আমন ধান ক্রয় কার্যক্রম উদ্বোধন

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় খাদ্য অধিদপ্তরের বিধিমোতাবেক ১০৫১ মে:টন আমন ধান ক্রয় করার লটারী অনুষ্ঠিত হয়।
বুধবার বেলা ১১টায় কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে ইউনিয়ন ভিওিক লটারীর মাধ্যমে আমন ধান ক্রয় করার শুভ উদ্বোধন করেন কসবা উপজেলা ভাইস চেয়ারম্যান মো: মনির হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা খাদ্যনিয়ন্ত্রণ কর্মকর্তা মো:আনোয়ার হোসেন, কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ,ম,হারুনুর রশীদ ঢালী, কায়েমপুর ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী ভূইয়া, বিনাউটি ইউটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাচ্চু মিয়া ও মেহারী ইউপি চেয়ারম্যান আলম মিয়া।

২০১৯ সালের চলতি মৌসুমে কসবা উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে মোট ১০৫১ মে: টন আমন ধান ক্রয় করা হবে।

সরেজমিনে গিয়ে সরাসরি কৃষককের কাছ থেকে ধান ক্রয় করা হবে বলে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম সাংবাদিকদেরকে জানান।

যে সমস্ত স্থান থেকে আমন ধান ক্রয় করা হবে- কসবা পৌরসভা থেকে -১১৫মে:টন, মূলগ্রাম ইউনিয়ন থেকে-৭০মে:টন, মেহারী ইউনিয়ন থেকে-৮৫মে: টন, বাদৈর ইউনিয়ন থেকে- ৮০মে: টন, খাড়েরা ইউনিয়ন থেকে-১১০মে:টন, বিনাউটি ইউনিয়ন থেকে-১০০মে:টন, গোপীনাথপুর ইউনিয়ন থেকে-৮০মে:টন, কসবা পশ্চিম ইউনিয়ন থেকে-৭০মে:টন,কায়েমপুর ইউনিয়ন থেকে-১০৫ মে:টন,বায়েক ইউনিয়ন থেকে-১১৬ মে:টন।

অনুষ্ঠানে কৃষক, মুক্তিযোদ্ধা,ইমাম,সরকারী কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।






Shares