কসবায় যানজট নিরসনে মাঠে নেমেছে স্কাউটদল
কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সদরে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে চালক-যাত্রীরা। দিন দিন অটো রিক্শা,ভ্যান,মোটরযান আর যাত্রী বাড়লেও যানজট মুক্ত করার উদ্যোগ নেই।
আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে কসবা সুপার মাকের্ট ও পৌর মাকের্ট গুলোতে ক্রেতা বিক্রেতা আর যাত্রীদের চলাচলের ভোগান্তির যেন শেষ নেই। কসবা উপজেলা একমাত্র রাস্তায় ব্যাপক যান জট থাকায় বিপাকে পড়তে হচ্ছে ক্রেতা ও যাত্রীদের। তাই যানজট প্রতিরোধ কল্পে মাঠে নেমেছে বাংলাদেশ রবাট স্কাউট দল কসবা। পুলিশের পাশাপাশি স্কাউট দলের ১২ সদস্য বিশিষ্ট একটি দল যানজট মুক্ত করতে সকাল থেকে কাজ করছেন। তাদের সাথে যোগ দিয়েছেন কসবা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা।
তারা জানান সেচ্ছায় এই যানজট মুক্ত করতে মাঠে নেমেছেন। দেশের উন্নয়নের পাশাপাশি সমস্যা নিরসনে স্কাউটদল ভ’মিকা রেখে চলেছেন । যানজট মুক্ত করার কাজে নিয়োজিত এই স্কাউটদল কাজ করতে দেখে কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম তাদেরকে শুভেচ্ছা জানান।