Main Menu

কসবায় মুক্তিযোদ্ধার বাড়িঘর ভাংচুর লুটপাট, হামলায় আহত ৫। পুলিশের টহল জোরদার

+100%-

কসবা প্রতিনিধি: ব্রা‏‏হ্মণবাড়িয়ার কসবা উপজেলা মূলগ্রাম ইউপি শ্যামবাড়ী গ্রামের বীরমুক্তিযোদ্ধা আবু বক্কর মিয়ার বাড়িতে ৯ জুন শুক্রবার সকাল ১০টায় একই গ্রামের সংঘবদ্ধ সস্ত্রাসীরা হামলা চালিয়ে বাড়ি ঘর ভাংচুর,ক্ষতি সাধনসহ স্বর্ণ অলংকার,নগদ টাকাসহ বাড়ির মালামাল লুটপাট করে।
প্রকাশ থাকে যে,শ্যামবাড়ি গ্রামের দুই পক্ষের কোন্দল এই ঘটনা নিয়ে শুক্রবার সকাল ১০টায় শওকত খান ,এমান খান,রোবেল খানসহ ১২/১৩জনের সংঘবদ্ধ দল দেশিয় অস্ত্র সস্ত্র ,দা লাঠি নিয়ে হামলা চালিয়ে বীরমুক্তিযোদ্ধা আবু বক্কর ছিদ্দিক (৬৬)এর বাড়ি ঘর,দরজা,আলমারী ভেংগে ক্ষতিসাধনসহ স্বর্ণঅলংকার,নগদ টাকা লুটতরাজ করে নিয়ে যায়। সস্ত্রাসীদের আঘাতে আবু বক্কর ছিদ্দিক, মিনায়ারা বেগম,সাজ্জাদসহ ৫জন আহত হয় বলে জানান যায়।

সংবাদ পেয়ে ঘটনাস্থলে কসবা থানা পুলিশ মোতায়নসহ বর্তমানে টহল অব্যাহত রেখেছেন। আহত আবু বক্কও ছিদ্দিক বাদী হয়ে কসবা থানায় মো: শওকত খান(৪২),মো:এমান খান(২৫),মো: রোবেল খান(২৪)সহ ১২জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করে। কসবা থানা ওসি মোহাম্মদ মহিউদ্দিন হামলার ঘটনা স্বীকার করে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। আসামীদের গ্রেফতারের তৎপরতা অব্যাহত রেখেছেন বলেও জানান ওসি। মামলার এজাহার সূত্রে প্রকাশ, প্রায় ৩লাথ ২৭হাজার ৫শত টাকার মালামাল চুরিসহ ক্ষতি সাধন হয়েছে।






0
0Shares