Main Menu

কসবায় ভারতীয় গাঁজাসহ ২ নারী ব্যবসায়ী গ্রেফতার

+100%-

খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় পাচারকালে গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে ১৬ জুলাই সোমবার বিকালে আটক করেছে পুলিশ।
এ সময় তার কাছ থেকে ব্যাগে থাকা ৮ কেজি গাঁজা জব্দ করা হয়। আটক কৃত মহিলা কসবা পৌর এলাকা আকাবপুর গ্রামের সাওার মিয়ার হোসনা বেগম (৩০) অপর জন বগুড়া জেলার শিবগঞ্জ থানার বিজার হাট গ্রামের সায়মন উদ্দিন সমুনের স্ত্রী তাসলিমা আক্তার সুমি (২৬)।
কসবা থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল মালেক জানান, বিশেষ অভিযান চলাকালে এ এস আই আনোয়ার জাহিদ ও এ এস আই মাসুদ পারভেজ কসবা থানার পূর্ব পাশে পৌর ঈদগাহ’র সামনে পাকা রাস্তা দিয়ে পাচারকালে ব্যাগে থাকা ৮ কেজি গাঁজাসহ দুই মহিলাকে আটক হয়। আটকৃত মহিলাদর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।