কসবায় ভারতীয় গাঁজা ও ৭০ হাজার টাকা সহ মা-মেয়েকে গ্রেফতার
কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় মাদক পাচারকালে ২জন মাদক ব্যবসায়ী (মা-মেয়ে) কে গাঁজা ও নগদ টাকাসহ শুক্রবার (১৬/১১/২০১৮) সকালে আটক করেছে পুলিশ।
এ সময় তাদের ব্যাগে রাখা ভারতীয় ৫কেজি গাঁজা আর গাঁজার বিক্রিত নগদ ৭০হাজার ৫শত টাকা জব্দ করা হয়।
আটক কৃত রুবী আক্তার (৪০), স্বামী-স্বপ্ন মিয়া ও ঔশী আক্তার(১৯), পিতা স্বপ্ন মিয়া, গ্রাম- গংগানগর, ইউপি-কায়েমপুর, থানা-কসবা, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা। আকটকৃত দুইজন মা ও মেয়ে কসবা শীতল পাড়া ভাড়াটিয়া বাসায় ভাড়া নিয়ে থাকেন বলে আটককৃতরা জানান।
কসবা রেলষ্টেশনের পশ্চিম পাশে খাড়পাড়া গ্রাম নামক স্থানে উপকূল ট্রেনে ঢাকা যাওয়ার জন্য গাঁজার ব্যাগ নিয়ে অপেক্ষা করছিলেন। এমন সময় কসবা থানা পুলিশ গোপন সংবাদের ভিওিতে অভিযান চালিয়ে মাদক সহ মা ও মেয়েকে আটক করেন।
কসবা থানার উপ পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: আসাদুল ইসলাম সাংবাদিকদেরকে জানান, উপ পুলিশ পরিদর্শক মো: ফারুক হোসাইন পুলিশ ফোর্স নিয়ে বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিওিতে থানার অফিসার ইনচার্জ মো: আবদুল মালেকের নির্দেশে ৫ কেজি গাঁজা ও গাঁজার বিক্রিত নগদ ৭০ হাজার ৫শত টাকা সহ মাদক ব্যবসায়ী মা রুবী আক্তার ও মেয়ে ঔশী আক্তারকে আটক করা হয়।
আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে কসবা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।