কসবায় ভাতিজার হাতে চাচা নিহত
কসবা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা মূলগ্রাম ইউপির লখক্ষা গ্রামে পারিবারিক কোন্দল মিমাংসা করতে গিয়ে ভাতিজা পিন্টুর লাঠির আঘাতে শালিশকারক চাচা ফায়েজ (৬০) নিহত হওয়ার সংবাদ পাওয়া যায়।
ঘটনা সূত্রে প্রকাশ শালিশকারক ফায়েজ মিয়া ও ইছমাইল মিয়া দুই চাচাত ভাই। ভাই ইছমাইল মিয়ার পুত্র ভাতিজা পিন্টুর (২৫) ঘরে চালের পানি পড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। ২৬ মার্চ দুপুরে মিমাংসা কল্পে গ্রাম্যসর্দার ইছমাইল ও ফায়েজ মিয়া এক শালিশ নিজ বাড়িতে বসেন। শালিশি সভায় শালিশকারক চাচা ফায়েজ মিয়ার কথার এক পর্যায়ে ভাতিজা পিন্টু মিয়া ক্ষিপ্ত হয়ে চাচা ফায়েজ মিয়াকে প্রথমে কিল ঘুশি পরিশেষে লাঠি দিয়ে আঘাত করিলে শালিশকারক চাচা ফায়েজ মিয়া (৬০) ঘটনা স্থলে মারা যায়। কসবা থানার ওসি মোহাম্মদ ঘটনা সততা স্বীকার করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার ১টা ৪০ মিনিটে।
« অভিনব পন্হায় গাজা পাচার:: গ্যাস সিলিন্ডারসহ যুবক আটক (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) তনু হত্যার বিচার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানবন্ধন »