Main Menu

কসবায় উদ্ধার করা মাদকের তথ্য গোপন করার অভিযোগে ৬ পুলিশ বরখাস্ত

+100%-

খ.ম.হারুনুর রশীদ ঢালী:: উদ্ধার করা মাদকের তথ্য গোপন করার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার ছয় পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মাদকদ্রব্যের একটি চালান উদ্ধারের পরপরই গতকাল মঙ্গলবার রাতে তাঁদের প্রত্যাহার করা হয়।

পুলিশে একজন কর্মকর্তা জানিয়েছেন, প্রশাসনিক কারনে তাদেরকেকে সাময়িক সাসপেন্ড করা হয়েছে। এরা হলো কসবা থানার সাব ইন্সপেক্টর শ্যামল মজুমদার ও মনির হোসেন, এ,এস,আই ফারুক ও সালাউদ্দিন, কনষ্টেবল শাহজাহান ও কাসেম।
পুলিশের সূত্র জানায় মঙ্গলবার সকালে কসবা উপজেলা টিআলী মোড় থেকে ২ টি প্রাইভেটকার মাদকসহ উদ্ধার করে তারা। এতে গাঁজাসহ বিভিন্ন মাদক ছিল। মাদক চালান উদ্ধার পরবর্তীতে তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠে।পরে সরকারি দায়িত্ব অবহেলাসহ প্রশাসনিক কারণে এ ছয়জনকে সাময়িক বরখাস্ত করা হয়।
সূত্র জানিয়েছে ঘটনাটি ব্রাহ্মনবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন তদন্ত করছেন। সরকারী দায়িত্ব অবহেলা সহ প্রশাসনিক কারনে সাসপেন্ডের কথা জানিয়েছেন ঐ কর্মকর্তা।



« (পূর্বের সংবাদ)



Shares