Main Menu

কসবায় অবৈধভাবে প্রবেশকালে পাচারকারীসহ ১১জন আটক

+100%-

কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা গোপীনাথপুর ইউপির সুতারমোড়া সীমান্তর ২০২৯ পিলার এলাকা থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে ১ পাচাকারীসহ ১০জন নারী পুরুষকে আটক করেছে ২৫ বিজিপি ঘোষাইস্থল সদস্যরা।
বৃহম্পতিবার ভোরে উপরোক্ত সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে ১০জন নারী পুরুষকে আটক করে বিজিবি। একই সাথে আবু তাহের নামে এক পাচারকারীকে আটক করে বিজিবি সদস্যরা।
১০ আটককৃতদের বাড়ি চট্রগ্রাম সাতকানিয়ার বাসিন্দা বলে বিজিবি কমান্ডার নায়েক সুবেদার আকতার হোসেন জানান।
আকটকৃতরা হলেন,শ্রী চিও দাশ (৪০),শ্রী সমুন দাশ(৫২), শ্রী সুষমিতা দাশ (১৯),গোপাল জল দাশ (৪০),শ্রী মৃদল দাশ (৫৫),শ্রী রূপালী দাশ(৪০),শ্রী কান্ত দাশ(১৮),শ্রী প্রশান্ত দাশ (২০),শ্রী কিশান্ত দাশ (১৯),শ্রী রণী গোপাল দাশ(৪৮)।
উপরোক্ত ১১আটককৃত ব্যক্তিদেরকে আজ সকালে বিজিবি সদস্যরা কসবা থানায় সোর্পদ করেন। কসবা থানা ডিউিটি অফিসার সততা স্বীকার করেছেন।
এবং বিজিবি কর্তৃক আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে ঘোষাইস্থল বিজিবির নায়েক সুধীর জানান।