কসবা লক ডাউন, সেনাবাহিনীর সদস্যদের টহল জোরদার
কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান জানান, জেলায় অন্য জেলার জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করেছেন।
জেলার অভ্যন্তরে উপজেলাও আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। একই সাথে কসবা উপজেলাকে লক ডাউনে আনা হয়েছে।
আজ সকাল থেকে কসবা উপজেলা সদর ও বিভিন্ন স্থানে স্থানীয় প্রশাসন,সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ব্যাপক তৎপরতা অব্যাহত রেখে চলেছেন। একই সাথে জনসাধারণকে করোনাসহ লক ডাউনের বিষয়ে সচেতন করছেন।
এই সময় কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম,সহকারি কমিশনার হাছিবা খান ও কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন উপস্থিত ছিলেন।
« কাউতলীতে মারা যাওয়া নারী করোনা আক্রান্ত ছিলেন না_ সিভিল সার্জন (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) আশুগঞ্জে খাদ্য সহায়তার ৯’শ কেজি চালসহ আটক ৫ »