কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপিত
কসবা প্রতিনিধি :সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে ইলিশবিহীন পান্তা ভাত দিয়ে কসবা কটেজ নামে উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনে পেলেহা বৈশাখ উদ্যাপিত হয়। ইলিশবিহীন পান্তাভাতের পর কসবা উপজেলা প্রশাসনের কার্যালযের সামনে থেকে বর্ষবরণ শোভা যাত্রা একটি র্যালী বের করা হয়। কসবা উপজেলা প্রেসক্লাবের সৌজন্যে প্লেকার্ড মাথায় দিয়ে র্যালীটি কসবা উপজেলা শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ এলাকায় গিয়ে শেষ হয়। দুপুরে জেলা পরিষদ অডিটরিয়ামে গিয়ে আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কসবা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এড.আনিসুল হক ভুইয়া।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিন সুলতানা,সহকারী কমিশনার (ভূমি) আলী আফরোজ, আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এমজি হাক্কানী,সাবেক উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন ভুইয়া,কসবা টিআলী বিশ্ব বিদ্যালয় কলেজের অধ্যক্ষ তাফাজ্জল হোসেন,কসবা থানা কমিউিনিটি পুলিশিং কমিটির সভাপতি সফিকুল ইসলাম ভুইয়া,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদুল হক প্রমুখ।অন্ঠুানটি পরিচালনা করেন কসবা প্রেসক্লাবের সভাপতি নেপাল চন্দ্র সাহা।