Main Menu

কসবায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

+100%-
কসবা প্রতিনিধিঃ গাছ লাগান পরিবেশ বাঁচাও এই শ্লোগানকে সামনে রেখে মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর নিদের্শনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করা হয়। ৭জুলাই দুপুরে কসবা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা সদরের বিভিন্ন অফিস চত্বর,কলেজ প্রাঙ্গনে  ফলদ,বনজ,ঔষধি বৃক্ষের চারা রোপনের মাধ্যমে এই কর্মসূচি উদ্বোধন করা হয়।
কর্মসূচি উদ্বোধন করেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.রাশেদুল কাওছার ভুইয়া জীবন। এসময় কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম,উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগম,কৃষি সম্প্রসারণ অফিসার কামরুন্নাহার সহ জনপ্রতিনিধি, সাংবাদিক,শিক্ষকসহ সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন; জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এদেশকে সোনার বাংলা পরিণত করা। তাই সে স্বপ্ন বাস্তবায়নে বৃক্ষরোপনের জুড়ি নেই। চলুন তিনটি করে গাছ রোপন করে পরিবেশ রক্ষা করি।





Shares