কসবায় বিদ্যুৎ সংযোগের উদ্বোধন
প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চারটি গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেছেন আইন বিচার ও সংসদ বির্ষয়ক মন্ত্রী এডভেকেট আনিসুল হক এমপি। শুক্রবার বিকেলে উপজেলার পানাইয়ারপাড়, বিষ্ণপুর, তিনলাখপীর ও মীর পুকুর পাড়া গ্রামের বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন তিনি। এ উপলক্ষে পানাইয়ার পাড় গ্রামে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্ত্রী।
আওয়ামীলীগ নেতা আবদুল খালেক ভুঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন কসবা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এডভোকেট রাশেদুল কাওসার ভুইয়া জীবন, ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির ব্যবস্থাপক আবদুল ওয়ারিদ সাবেক পৌর কাউনিাসলর নিজাম উদ্দিন সরকার ধনু।
বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.আনিসুল হক ভুইয়া, কসবা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এমজি হাক্কানী,কাজী আজহারুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিন সুলতানা,মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম,কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সফিকুল ইসলাম,কসবা উপজেলা ছাত্রলীগের সভাপতি এমরান উদ্দিন জুয়েল,মনির হোসেন,আফজাল হোসেন রিমন প্রমুখ।
কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনরুর রশীদ ঢালীর সঞ্চালয়ানে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে মন্ত্রী বলেন আজ চারটি গ্রামে ১০লাখ ৭৮ হাজার টাকার ব্যয়ে নতুন বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে আগামী বছরের মধ্যে সারা কসবায় বিদ্যুৎ সংযোগ দেওয়া শেষ হবে।