আমাদের দেশ বর্তমানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ::আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক
ডেস্ক ২৪::বর্তমানে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
শুক্রবার বিকেলে আখাউড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, কয়েক বছর আগেও মঙ্গায় মানুষ অনাহারে মারা গেছে, তখন দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ছিল না। কিন্তু বর্তমানে আমাদের দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, সরকার দেশের তিন কোটি ৮০ লক্ষ টন খাদ্যের চাহিদা পূরণ করছে। এটি আওয়ামী লীগ সরকারে বিরাট একটি সাফল্য।
আইনমন্ত্রী আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ও অর্থনৈতিক মুক্তির যেই স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়ন শুরু হয়েছে।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবীবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু নাসের প্রমুখ।
আলোচনা শেষে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক ফিতা কেটে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করেন। এবারের মেলায় ১১টি স্টল বসেছে। তিন দিনব্যাপী এই মেলা আগামী রোববার শেষ হবে।