ভারতে পাঁচারকালে কসবায় ১ হাজার ৫০ কেজি ইলিশ উদ্ধার
জেলার কসবা সীমান্ত এলাকা থেকে ১ হাজার ৫০ কেজি ইলিশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার দুপুরে জেলার সরাইলে বিজিবি ১২ ব্যাটালিয়নের সদর দফতরে মাছগুলো নিলাম করা হয়। ১২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. তসলিম উদ্দিন বলেন, কসবা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় সোমবার ভোরে কাভার্ড ভ্যানসহ মাদলা এলাকা থেকে মাছগুলো জব্দ করা হয়। পরে আটককৃত মাছগুলো উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে নিলামে বিক্রি করা হয়।
« ভারতে পাঁচারকালে কসবায় ১ হাজার ৫০ কেজি ইলিশ উদ্ধার (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) সরাইলে ৬ মাদকসেবীর কারাদণ্ড »